Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩১, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফিল্ম আর্কাইভের ডিজি হলেন মো. আবদুল জলিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৪, ৩০ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

ফিল্ম আর্কাইভের ডিজি হলেন মো. আবদুল জলিল

ফাইল ছবি

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হলেন মো. আবদুল জলিল। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আবদুল জলিল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দায়িত্বও পালন করবেন তিনি।

এর আগে ৬ জুন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান (বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড) নিযুক্ত করা হয়। এর আগে তিনি তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. আবদুল জলিল বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য- সাধারণ) ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ‘অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক’ এ ভূষিত হন।

তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইরান, চীন, ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer