
ছবি- সংগৃহীত
শেরপুরে পাথরভর্তি ড্রামট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক তজুমুদ্দীন তারা (৩৭) নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী-নকলা সড়কের বাটিকামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তজুমুদ্দীন তারা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় আফাজ উদ্দিন নামে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরভর্তি ড্রামট্রাকটি নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বাটিকামারি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তজুমুদ্দীন তারা রাস্তায় পড়ে সমস্ত শরীর থেতলে ঘটনাস্থলেই মারা যান।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।