Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৯ ১৪৩২, বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফাইল ছবি

নাটোর শহরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের নাটোরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে রাত থেকেই মুক্তি সেনা নামের একটি যাত্রীবিহীন বাস রাখা ছিল। রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে ওই বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।  

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নাটোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, এলাকার সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। আশা করা যায় দ্রুতই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Walton
Walton