
ছবি- সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা পৌর পানির ট্যাংক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুসা মিয়া (৬০), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেয়ে জিয়াউর রহমান ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি অটোরিক্সা চালক রফিক মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় সিএনজির তিন যাত্রী নিহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম কামাল জানান, নিহদের লাশ হাসপাতালে রয়েছে। বাস ও সিএনজি অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। বাসচালক পালিয়ে গেছে।