Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩২, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫

সারাদেশে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৫ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

সারাদেশে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

ফাইল ছবি

অবশেষে দেশে শীতের দাপট বাড়তে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে যাচ্ছে।বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এই তথ্য নিশ্চিত করেছে

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, এলাকাভেদে তাপমাত্রার তারতম্য থাকবে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার  পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গলসহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এসব এলাকায় তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা বেশি।

এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এই অঞ্চলেও উল্লেখযোগ্য ঠান্ডা অনুভূত হবে।

দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যেখানে শীতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।

বিডব্লিউওটি জানায়, রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি বাড়বে।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত রোগ—যেমন সাধারণ ফ্লু, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ—বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। উষ্ণ পোশাক পরিধান, গরম পানীয় গ্রহণ এবং অপ্রয়োজনে ভোরে বা গভীর রাতে বাইরে না বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables