Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফের ঝটিকা মিছিল আওয়ামী লীগের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ফের ঝটিকা মিছিল আওয়ামী লীগের

ছবি: সংগৃহীত

রাজধানীতে ফের বিক্ষোভ মিছিল করেছেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে মিছিল বের করেন তারা। বাংলামোটর থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি।

মিছিলে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তিনি বলেন, আমরা দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজন মিছিলে যোগ দিয়েছে।

এদিকে, ডিএমপি’র রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables