Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১৩:২৪, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

টিকিটের অস্বাভাবিক দর বাড়ায় ১১ এয়ারলাইন্স ও ৩০ ট্রাভেল এজেন্সির হাত

দেশের ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে। উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কারণে এই পদক্ষেপ নিয়েছে সরকার। 

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে, ১৩টি ট্রাভেল এজেন্সি ‘গ্রুপ বুকিং’-এর নামে জনপ্রিয় রুটের টিকিট ব্লক করে রাখত এবং পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সাব-এজেন্টদের মাধ্যমে উচ্চ মূল্যে সেই টিকিট বিক্রি করত। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক দামে টিকিট বিক্রির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন করত তারা। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক দর বাড়ার পেছনে হাত রয়েছে ১১ এয়ারলাইন্স ও ৩০ ট্রাভেল এজেন্সির। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে। টিকিট সিন্ডিকেটে এয়ারলাইন্সের যেসব জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সৌদিয়া এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, সালাম এয়ার, জাজিরা এয়ার, বাটিক এয়ার, এয়ার এশিয়া, গালফ এয়ারসহ ১১ এয়ারলাইন্স টিকিট জালিয়াতিতে যুক্ত ছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। 

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, যেসব জিএসএ ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কর ফাঁকির তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সৌদিয়া এয়ারলাইন্সের জিএসএ ও গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং তাঁর স্ত্রী মেরিনা আহমেদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। পরে শুধু ব্যবসায়িক কার্যক্রমের জন্য কিছু ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে। তাদের কর ফাঁকির পরিমাণ অনেক বেশি। এ জন্য যে পরিমাণ টাকা কর ফাঁকি দিয়েছে, সে পরিমাণ টাকার ব্যাংক হিসাব এখনও জব্দ আছে।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুযায়ী তদন্ত শেষে ১৩টি এজেন্সিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তবে ১১টি এজেন্সি শুনানিতে হাজির হয়নি এবং উপস্থিত দুই এজেন্সির কাগজপত্র যাচাই করে অনিয়ম প্রমাণিত হয়। এর পর জনস্বার্থে আকাশপথে সুশাসন নিশ্চিত করতে কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি (প্রা.) লিমিটেড, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এন এম এস এস ইন্টারন্যাশনাল– এই ১৩টি এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables