
ভোট ম্যানুয়ালি গণনার দাবি শেখ সাদী হাসানের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ভোট ম্যানুয়ালি গণনার দাবি করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এই দাবি করেন তিনি।
শেখ সাদী হাসান বলেন, ‘প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।’
ভোট প্রদানের আগে সাদী বলেন, ‘ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমরা আশা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন।’
এ সময় তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, গতকাল (বুধবার) রাত থেকেই ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হচ্ছে তা ভোট ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে।’