
ছবি: সংগৃহীত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে ট্রাম্পপ্রশাসন। তিনি সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালে তিনি ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার সেদেশের দায়িত্ব নেওয়ার ব্যস্ততায় সিদ্ধান্ত নিতে না পারায় আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি আ্যান জ্যাকবসনকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়। নতুন রাষ্ট্রদূত আসার আগ পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করবেন তিনি।