Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৭ ১৪৩২, মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে বাধা নেই: চেম্বার আদালত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ডাকসু নির্বাচনে বাধা নেই: চেম্বার আদালত

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেল ৪টা ৪২ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। এর ফলে ডাকসু নির্বাচন হতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানান তিনি।

এর আগে আজ বিকেল ৪টার পরে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।

শিক্ষার্থী ঐক্যজোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ ওই আদেশ দিয়েছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables