Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৬ ১৪৩২, শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫

আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১২:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল

শুল্ক আরও কমানোর প্রস্তাব করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল বাণিজ্য ইস্যুতে আগামী সপ্তাহে তিন দিনের সফরে ঢাকায় আসছে। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘পাল্টা শুল্ক’ নিয়ে আরেক দফা আলোচনার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে ২০ শতাংশ কার্যকর করেছে। দেশটির সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। পাল্টা শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় ঢাকা। এ কারণে আলোচনার জন্য ইউএসটিআরের কাছে সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়। এতে সাড়া দিয়ে ঢাকা সফরে আসছে সহকারী ইউএসটিআর ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্য নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আগামী ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রতিনিধি দলটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। 

জানা গেছে, গত আগস্ট মাসেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি হওয়ার কথা থাকলেও উভয় দেশের সম্মতিতে তা পিছিয়ে গেছে। কারণ বাংলাদেশ চায় শুল্ক আরও কমাতে। যুক্তরাষ্ট্রও কমানোর পক্ষে বাংলাদেশের যুক্তি পর্যালোচনার জন্য সময় নিচ্ছে। চুক্তির একটি খসড়া তৈরি করেছে ইউএসটিআর। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে খসড়া চূড়ান্ত হলে দিনক্ষণ ঠিক করে চুক্তি সই হবে। 

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আলোচনায় উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশ শুল্ক আরও কিছুটা কমানোর প্রস্তাব করবে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables