Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উদ্বোধন 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৭ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উদ্বোধন 

ছবি- সংগৃহীত

শুক্রবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন কক্ষে জাতীয় সঙ্গীত, উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী আয়োজিত দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধন হলো।

বাংলাদেশের সর্ববৃহৎ এই সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি।

উৎসব পর্ষদের আহ্বায়ক লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি, নাট্যজন মামুনুর রশিদ, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ ও নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন পর্ষদ সচিব নাট্যজন আকতারুজ্জামান।

এ বছর ৬ থেকে ১৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন  এবং বাংলাদেশ মহিলা সমিতি’র ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের ৬টি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৩৯টি নাট্যদলসহ মোট ৪৫টি মঞ্চনাটক প্রদর্শনী এবং সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তনে ১৯টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদল ও উন্মুক্ত মঞ্চে ১২টি পথ নাটক, ১৫টি আবৃত্তি সংগঠন, ১৫টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ৩টি মূকাভিনয় সংগঠন, ১০টি শিশুদল এবং একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনা নিয়ে এ উৎসব আয়োজিত হচ্ছে। আনুমানিক ৪০০০ জন শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে একযোগে ৬টি মঞ্চে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতির যৌথ উপস্থাপনে এবারের ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’ উদ্যাপিত হবে।

উল্লেখ্য উৎসবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, পথনাটক, পাপেট শো ও মূকাভিনয়ে ভারত ও বাংলাদেশের মোট ১৪৫ টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪.৩০মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। 

জাতীয় নাট্যশালা মিলনায়তন

৬ অক্টোবর ২০২৩ শুক্রবার থিয়েটার বেইলী রোড প্রযোজনা
মেরাজ ফকিরের মা
রচনা ও নির্দেশনা: আবদুল্লাহ আল মামুন

৭ অক্টোবর ২০২৩ শনিবার সংস্তব (ভারত) প্রযোজনা উড়ন্ত তারাদের ছায়া
রচনা ও নির্দেশনা: দেবাশীষ রায়

৮ অক্টোবর ২০২৩ রবিবার
পুলিশ থিয়েটার প্রযোজনা
অচলায়তনে অপ্সরী
রচনা ও নির্দেশনা: জাহিদ রহমান

৯ অক্টোবর ২০২৩ সোমবার
অনুস্বর প্রযোজনা রায়মঙ্গল
উপন্যাস: সুমন মজুমদার
নাট্যরূপ ও নির্দেশনা: সাইফ সুমন

১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রাচ্যনাট প্রযোজনা অচলায়তন
রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
নির্দেশনা: আজাদ আবুল কালাম

১১ অক্টোবর ২০২৩ বুধবার প্রাঙ্গণেমোর প্রযোজনা ঈর্ষা
রচনা: সৈয়দ শামসুল হক
নির্দেশনা: অনন্ত হিরা

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
নাট্যকেন্দ্র প্রযোজনা তীর্থযাত্রী
মূল রচনা: হুমায়ুন কবির
নাট্যরূপ: হুমায়ুন কবির ও তৌকির আহমেদ
নির্দেশনা: তৌকির আহমেদ

১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার ডলস থিয়েটার (ভারত) প্রযোজনা Taming of the wild (পাপেট শো)
রচনা ও নির্দেশনা: সুদিপ গুপ্তা

১৪ অক্টোবর ২০২৩ শনিবার
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) প্রযোজনা
নকশী কাঁথার মাঠ (নৃত্যনাট্য)
রচনা: জসিম উদ্দিন
নাট্যরূপ: এ কে এম মুজতবা
নির্দেশনা: রাহিজা খানম ঝুনু

১৫ অক্টোবর ২০২৩ রবিবার
অনিক (ভারত) প্রযোজনা ব্রাহ্মণ
গল্প: দিবেন্দু পালিত
নাট্যরূপ: রজত ঘোষ
নির্দেশনা: অরূপ রায়

১৬ অক্টোবর ২০২৩ সোমবার লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজনা
আমরা তিনজন
রচনা: বুদ্ধদেব বসু
নির্দেশনা: লিয়াকত আলী লাকী

১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
বাংলা থিয়েটার প্রযোজনা
নীলদর্পন
রচনা: দীনবন্ধু মিত্র
নির্দেশনা: মামুনুর রশীদ

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল

৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
বাতিঘর প্রযোজনা
ভগবান পালিয়ে গেছে
রচনা ও নির্দেশনা: মুক্তনীল

৭ অক্টোবর ২০২৩ শনিবার
আরণ্যক নাট্যদল প্রযোজনা
নানকার পালা
রচনা: আবদুল্লাহ আল মামুন
নির্দেশনা: ফয়েজ জহির

৮ অক্টোবর ২০২৩ রবিবার
ঢাকা পদাতিক প্রযোজনা
ট্রায়াল অব সূর্যসেন
রচনা ও নির্দেশনা: মাসুম আজিজ
নবনাট্য নির্দেশনা: নাদের চৌধুরী

৯ অক্টোবর ২০২৩ সোমবার দেশ নাটক প্রযোজনা
পারাপার
রচনা: মাসুম রেজা
নির্দেশনা: ফাহিম মালেক ইভান

১০ অক্টোবর: ২০২৩ মঙ্গলবার
আজকের প্রজন্ম (ভারত) প্রযোজনা
অধরা মাধুরী
রচনা : ইন্দ্রনীল দে
নির্দেশনা: সায়ন বিশ্বাস

১১ অক্টোবর: ২০২৩ বুধবার
ঢাকা থিয়েটার প্রযোজনা
পঞ্চনারী আখ্যান
রচনা: হারুন রশীদ
নির্দেশনা: শহীদুজ্জামান সেলিম

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
প্রতিভাস প্রযোজনা
জয়া প্রজায়িনী
মূল: সফোক্লেস এর রাজা ইডিপাস
রূপান্তর: সলিল সরকার
নির্দেশনা: মুনির হেলাল

১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র (ভারত) প্রযোজনা ভোরের বারান্দা
রচনা: প্রদীপ্ত ভট্টাচার্য
নির্দেশনা: কিশোর সেনগুপ্ত

১৪ অক্টোবর ২০২৩ শনিবার শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনা
পীরচানের পালা
রচনা: সৈয়দ শামসুল হক
নির্দেশনা: খোরশেদুল আলম

১৫ অক্টোবর ২০২৩ রবিবার হৃৎমঞ্চ প্রযোজনা
হ্যাপি ডেজ
রচনা: স্যামুয়েল বেকেট
অনুবাদ: কবীর চৌধুরী
নির্দেশনা: শুভাশিস সিনহা

১৬ অক্টোবর ২০২৩ সোমবার
গোবরডাঙ্গা নকশা (ভারত) প্রযোজনা বিনোদিনী
নাটক: মৈনাক সেনগুপ্ত
নির্দেশনা: আশিস দাস

স্টুডিও থিয়েটার হল

৬ অক্টোবর ২০২৩ শুক্রবার একতা নাট্য গোষ্ঠী প্রযোজনা
১৯৭১
রচনা: হুমায়ুন আহমেদ
নির্দেশনা: মানস কর

৭ অক্টোবর ২০২৩ শনিবার সংসপ্তক থিয়েটার, বগুড়া প্রযোজনা ভাগীরথীর ভাগ্যরথ
উপন্যাস: মনি হায়দার
নাট্যরূপ ও নির্দেশনা: রাজা ফকির

৮ অক্টোবর ২০২৩ রবিবার
মৈত্রী থিয়েটার প্রযোজনা মেহেরজান
রচনা: মান্নান হীরা
নির্দেশনা: সূচনা তিসা

৯ অক্টোবর ২০২৩ সোমবার
উত্তরীয় থিয়েটার প্রযোজনা
বঙ্গমাতা
রচনা: আনিসুর রহমান
নির্দেশনা: দিব্যেন্দু উদাস

১০ অক্টোবর: ২০২৩ মঙ্গলবার
নাটনন্দন প্রযোজনা
বিষ পবনের গীত
রচনা ও নির্দেশনা: আসমা আখতার লিজা

১১ অক্টোবর: ২০২৩ বুধবার থিয়েটার প্রযোজনা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer