Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১, মঙ্গলবার ২৮ মে ২০২৪

আইসিইউতে প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ১৮ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

আইসিইউতে প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ

ফাইল ছবি

দেশের খ্যাতনামা প্রচ্ছদশিল্পী ও শিল্প সম্পাদক ধ্রুব এষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাণ্ডা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শিল্পী ধ্রুব এষ দা হেলথ এন্ড হোপ (বি আর বি হসপিটালের উল্টা পাশে) এর আইসিইউতে।’

আঁকাআঁকির পাশাপাশি লেখালেখিও করেন ধ্রুব এষ। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer