Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩২, সোমবার ২২ ডিসেম্বর ২০২৫

মস্কোতে বোমা হামলা : রুশ জেনারেল নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

মস্কোতে বোমা হামলা : রুশ জেনারেল নিহত

ফাইল ছবি

মস্কোর শহরে গাড়ি লক্ষ্যবস্তু করে বোমা হামলার ঘটনায় রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহত জেনারেলের নাম ফানিল সারভরভ। সোমবার তার গাড়ির নিচে বিস্ফোরক বসিয়ে তাকে হত্যা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, নিহত সারভরভের বয়স ৫৬। তিনি রুশ সেনাবাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। তদন্ত কমিটি জানিয়েছে, একটি সম্ভাব্য তত্ত্ব হিসেবে তারা মনে করছে, এই হামলায় ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রুশ তদন্তকারীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি অবৈধ বিস্ফোরক পাচারের একটি মামলা রুজু করেছে। হামলার পর সারভরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সারভরভ ১৯৯০-এর দশক এবং ২০০০-এর দশকের প্রথম দিকে ওসেটিয়ান-ইনগুশ যুদ্ধ এবং চেচেন যুদ্ধের মধ্যে বিভিন্ন সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ২০১৫-২০১৬ সালে তিনি সিরিয়াতেও সেনা অভিযান পরিচালনা করেন। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সারভরভের মৃত্যুর খবর পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে মস্কোতে একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২০২২ সালে গাড়ি বোমা হামলায় নিহত হন দারিয়া দুগিনা। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং দার্শনিক আলেকজান্ডার দুগিনের মেয়ে।

এছাড়া, ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলভেরও একটি স্কুটারে বিস্ফোরণ ঘটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ইউক্রেনের একটি সূত্র জানিয়েছিল যে, কিরিলভকে ইউক্রেনের নিরাপত্তা সেবা হত্যা করেছে, তবে এ বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

Walton
Walton