Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

গাজীপুরে বাংলাদেশ শিল্পকলার সুবর্ণজয়ন্তী উদযাপিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে বাংলাদেশ শিল্পকলার সুবর্ণজয়ন্তী উদযাপিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী সোমবার বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ীর খোলা ছাদে মনোমুগ্ধকর পরিবেশে উদযাপন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তি পরিবেশন করেন। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মোঃ মামুনুল করিম এ আয়োজন নিয়ে বক্তব্য দেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, সংগীত শিল্পী, নৃত্য  শিল্পী, আবৃত্তি শিল্পী,  বিশিষ্ট গুণীজন ও সাংস্কৃতিক কর্মীরা   অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক মুক্ত সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক নাট্যশিল্পী সৈয়দ মোকছেদুল আলম  (লিটন),  সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অন্যস্বর সাধারন সম্পাদক আবৃত্তি শিল্পী জাহিদ হোসেন সোহেল, কবি কামরুল হাসান, নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুরুজ খান, নৃত্য প্রশিক্ষক সংগীতা রোজারিও, সংগীত প্রশিক্ষক রফিকুল ইসলাম, মাসুমা আক্তার মনি, চারুকলা প্রশিক্ষক ভবতোষ দাস, অভিনয় শিল্পী শাহজাহান শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক। নৃত্য পরিবেশন করছে জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এর ক্ষুদে নৃত্যশিল্পীরা।