Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ মাঘ ১৪২৭, শনিবার ১৬ জানুয়ারি ২০২১, ২:০৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাইডেনকে আমন্ত্রণ জানাল ইউরোপীয় ইউনিয়ন


২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার, ০৬:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাইডেনকে আমন্ত্রণ জানাল ইউরোপীয় ইউনিয়ন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ফোনে কথা বলে তাঁকে এ আমন্ত্রণ জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।

২০২১ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। চার্লস মাইকেল এক টুইট বার্তায় এ তথ্য জানান।

চার্লস মাইকেল বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এইমাত্র কথা হলো। তাঁকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানালাম।

তিনি আরো বলেন, করোনাভাইরাস, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার সময় এসেছে। আসুন আবারও একটি শক্তিশালী ইইউ-যুক্তরাষ্ট্র জোট গড়ে তুলি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ