Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১১ ১৪৩০, বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রস্তুতি ম্যাচে অনায়াসে জয় পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৩:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

প্রস্তুতি ম্যাচে অনায়াসে জয় পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অনায়াসে জয়পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতকে ৫৪ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই পরখ লড়ে নিল সারলো নিগার সুলাতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতকে একপ্রকার হেলায় হারিয়েছে বাংলার বাঘিনীরা। ৩ ওভারে ৫ রান দিয়েই ৫ উইকেট তুলে নিয়ে দলকে একাই জিতিয়েছেন মিডিয়াম পেসার লতা মন্ডল।

একমাত্র প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ৩২ বলে ৫ চারে ৩৯ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। মুর্শিদা খাতুন করেন ৩২ আর জ্যোতি করেন ২৫ রান।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলো আরব আমিরাত। ২ উইকেট হারিয়েই তারা তুলে ফেলে ৫৭ রান। তখনই লতার আবির্ভাব। টি-টোয়েন্টির অনিয়মিত বোলার লতার মিডিয়াম পেসেই ধরাশয়ী হয় আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তারা স্কোরবোর্ডে তোলে ৭০ রান। ৫৭ রানে ২ উইএক্ট থেকে মাত্র ১৩ রানের ব্যবধানেই ৭ উইকেট হারায় আমিরাতের মেয়েরা।

আরব আমিরাতকে ৫৪ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দারুণ আত্মবিশ্বাসই অর্জন করলো টীম বাংলাদেশ। আগামী রোববার (১৮ অক্টোবর) বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer