Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

চালু হয়ে আবারও বন্ধ হলো চীনের সিনেমা হল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২৯ মার্চ ২০২০

প্রিন্ট:

চালু হয়ে আবারও বন্ধ হলো চীনের সিনেমা হল

ঢাকা : গত দুই সপ্তাহ ধরে একে একে খুলছিল চীনের সিনেমা হলগুলো। তবে দ্বিতীয়বার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আবার হলগুলো বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

হলিউড রিপোর্টার সূত্র জানায়, গত সপ্তাহে ৬০০টির বেশি সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বেইজিং ফিল্ম ব্যুরো শুক্রবার আরেকটি নোটিশে থিয়েটারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানাননি কোনো কর্মকর্তা।

তবে এমন সিদ্ধান্তে কারোরই বুঝতে বাকি নেই যে, আবার মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, শুক্রবার দেশটিতে মোট ৫৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন একজন।

বাকি ৫৪ জন দেশের বাইরে থেকে আসা ব্যক্তি। বিদেশ থেকে ফিরে আসা করোনাভাইরাসে আক্রান্ত চীনা নাগরিকদের কারণে ভাইরাসটি আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে চীন সরকার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables