Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২২ ১৪৩২, মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

মনোনয়নপত্র বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) সোমবার থেকে আপিল দায়ের করা যাবে।ইসি সূত্রে জানা যায়, আজ থেকে আগামী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ‎সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে ইসি। এসব বুথে নিজ নিজ অঞ্চলের প্রার্থীদের পক্ষে কিংবা বিপক্ষে আসা অভিযোগ জমা নেয়া হবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে।

১৯ জানুয়ারি থাকছে প্রার্থীদের প্রত্যাহারের সুযোগ। ২০ তারিখের প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে ৩ হাজার ৪০৬, জমা দেয় ২ হাজার ৫৬৮, বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন। বাতিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা ৭২৩ জনের। 

Walton
Walton