Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

চার বছর আগে শিহাব শাহীনকে বিয়ে করেছেন মম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ২০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

চার বছর আগে শিহাব শাহীনকে বিয়ে করেছেন মম

ঢাকা : অভিনেত্রী জাকিয়া বারি মমর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা গেল, তিনি বিয়ে করেছেন চার বছর আগে। কিন্তু এতোদিন তা গোপন রেখেছিলেন। একেবারে কাছের কিছু লোক জানলেও বিয়ে নিয়ে মিডিয়ায় মুখ খোলেননি এ অভিনেত্রী।

বুধবার মম নিজেই প্রকাশ করলেন, নির্মাতা শিহাব শাহীনকে চার বছর আগে বিয়ে করেছেন তিনি।মম-শিহাব শাহীন দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকে। বিয়েবার্ষিকীর কেক কাটার ছবিও পোস্ট দিয়েছেন।

ফেসবুকে জাকিয়া বারী মম লিখেছেন, ‘আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ শিহাব শাহীন।’অন্যদিকে শিহাব শাহীন লিখেছেন, ‘শুভ চতুর্থ বিবাহবার্ষিকী, জাকিয়া বারী মম।’

জাকিয়া বারী মমর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে তিনি বিয়ে করেছিলেন নির্মাতা এজাজ মুন্নাকে। সেই সংসারে তাদের একটি ছেলে হয়। তবে সম্পর্কটি টেকেনি। আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হয়ে গেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables