Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ মাঘ ১৪২৬, রবিবার ২৬ জানুয়ারি ২০২০, ৩:৪০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চলচ্চিত্রে অনুদান বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই: মন্ত্রণালয়


০১ মে ২০১৯ বুধবার, ০৭:৪১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


চলচ্চিত্রে অনুদান বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই: মন্ত্রণালয়

ঢাকা: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। চলচ্চিত্র অনুদান বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৮-১৯ অর্থ বছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেয়া হয়েছে।

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১-সেইসব দিন’-এ দু’টি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির ৪ জন অজ্ঞাত কারণে অসম্মতি প্রকাশ করেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্রব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দু’টি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেন। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।