Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

দিল্লির বাংলাদেশ দূতকে জরুরি ঢাকায় ডেকে আনলো সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

দিল্লির বাংলাদেশ দূতকে জরুরি ঢাকায় ডেকে আনলো সরকার

ফাইল ছবি

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তবর্তীকালীন সরকার।ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত ধারণা পেতে বাংলাদেশ দূতকে জরুরি ডেকে পাঠানো হয়েছে। ডাক পেয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছান মিস্টার হামিদুল্লাহ।

রাতে সেগুনবাগিচার দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকা-দিল্লি সম্পর্কে উত্তেজনা চলছে। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসা সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এরই মধ্যে ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটে।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল রুটিন ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অবিশ্বাস্য এক পরিসংখ্যান হাজির করেন। বলেন, বাংলাদেশে  ‘২৯০০ সহিংসতার’ ঘটনা ঘটেছে! গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের ওই দাবি বা  মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেন। তিনি তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। 

উল্লেখ্য, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেনের মধ্যে সোমবার একদফা আলোচনা হয়েছে। আজকালের মধ্যে তারা দিল্লি ফেরৎ হাইকমিশনারকে নিয়ে ফের বসতে পারেন।

Walton
Walton