Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৩ ১৪৩২, রোববার ২৮ ডিসেম্বর ২০২৫

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়েছেন।শনিবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। দুই দিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান মো. আসাদুজ্জামান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন কেনার পর তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

Walton
Walton