Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

ছবি: সংগৃহীত

সকাল থেকেই ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। একই সঙ্গে শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রর্তা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার (২৯ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।

Walton
Walton