Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে শিল্পকলার নন্দনতত্ত্ব নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৩০ জুলাই ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে শিল্পকলার নন্দনতত্ত্ব নিয়ে কর্মশালা

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংস্কৃতি ও নন্দনতত্ত্ব বিষয়ক পাঁচ দিনব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন মিলনায়তন নাটমন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূইয়া। অনুষ্ঠানে ৩৬ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন তিনি।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সহযোগী অধ্যাপক অসীম বিভাকর, মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, অ্যাডভোকেট আহমেদুল কবীর অরুণ, মোঃ ফুলু মিয়া প্রমুখ।

জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, বাউবি’র মিডিয়া বিভাগের প্রযোজক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী, তামান্না ইসলাম, এম এ বারী, রোমানা আক্তার প্রশিক্ষক হিসাবে বিভিন্ন অধিবেশনে প্রশিক্ষণ দেন। সমাপনি অনুষ্ঠানে বিল্লাল হোসেনের নির্দেশনায় ‘মানবতার জয় হোক’ এবং সৈয়দ লিটনের নির্দেশনায় ‘গুজবে কান দেবেন না’ নাটিকা দুইটি পরিবেশিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables