Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ৬:২৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কমেডিয়ান ভারতী সিং স্বামীসহ আটক


২১ নভেম্বর ২০২০ শনিবার, ০৬:০১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কমেডিয়ান ভারতী সিং স্বামীসহ আটক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রকাশ্য আছে বলিউড তারকাদের মাদকযোগ। বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার একাধিক তারকাদের বাসায় অভিযান চালানো হয় মাদককান্ডে। সম্প্রতি একই অভিযোগে অর্জুন রামপাল ও তার প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এবার মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ কমেডিয়ান ভারতী সিংকে এনসিবি সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। স্বামী হর্ষ লিম্বাচিয়া এনসিবির ভ্যানে করে গেলেও ভারতী গিয়েছেন নিজের গাড়িতে চড়ে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

জানা গেছে, মাদক সেবনের অভিযোগ উঠেছে ভারতী ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিত তল্লাশি চালানো হয় তাদের বাড়িতে। এ সময় বাড়ি থেকে ‘সামান্য পরিমাণ’ গাঁজা উদ্ধার করে এনসিবি সদস্যরা। তারপরেই তাদের নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ে।

বি-টাউনের ছোটপর্দার পরিচিত মুখ ভারতী সিং। ‘দ্য কপিল শর্মা শো’তে নিয়মিত দেখা যায় তাকে। এ ছাড়া ‘ঝলক দিখলা যা’, ‘নাচ বলিয়ে’র মতো জনপ্রিয় টিভি অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।