Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

ইউরোর মূল পর্বে ফ্রান্স ও তুরস্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ১৮ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ইউরোর মূল পর্বে ফ্রান্স ও তুরস্ক

ঢাকা : ইউরো ২০২০ এর মূল পর্বে জায়গা করে নিল ফ্রান্স ও তুরস্ক। গতকাল রবিবার আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে গ্রীজম্যানরা। অপরদিকে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারায় তুর্কিরা।

এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে ফ্রান্স। অষ্টম মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় তারা।

গ্রিজমানের দারুণ এক ফ্রি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন তোলিসো। জাতীয় দলের জার্সিতে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের এটিই প্রথম গোল। ৩১তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান।

এরপরে দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে অলিভিয়ের জিরুদের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর আর কোন গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তুর্কীরা।

এই জয়ে ১০ ম্যাচে ৮ জয় ও ১ ড্র`য়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। ফ্রান্স ও তুরস্ক, এই দুই দলই গ্রুপ পর্ব থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables