Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘আলাদিন’ প্যান্টে মজেছে নেটদুনিয়া


২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার, ০৯:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘আলাদিন’ প্যান্টে মজেছে নেটদুনিয়া

ঢাকা : ফ্যাশন শো-তে ডিজাইনাররা নিজেদের সৃষ্টির সম্ভার তুলে ধরেন আমাদের সামনে। সেই সব শো-তে বিচিত্র ডিজাইনের পোশাক দেখতে পাওয়া যায়, যা সচরাচর দেখা যায় না। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ের পোশাক নিয়েই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

লন্ডন কলেজ অব ফ্যাশনে পুরুষদের জন্য তৈরি পোশাকের সম্ভার তুলে ধরেছিলেন হরিকৃষ্ণন। সেখানে পুরুষদের জন্য তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের প্যান্ট। যে প্যান্টের নীচের অংশ ফুলে রয়েছে বেলুনের মতো। সেই প্যান্টই এখন হয়েছে নেটাগরিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বিশেষ ধরনের এই প্যান্ট দেখে কেউ বলেছেন, ‘বেলুন প্যান্ট’। আবার কেউ এই প্যান্টকে বলছেন, ‘আলাদিন প্যান্ট’। ডিজনির ছবিতে আলাদিনকে যে প্যান্ট পরতে দেখা যেত, তার সঙ্গে হরিকৃষ্ণনের ডিজাইন করা প্যান্টের মিল খুঁজে পাচ্ছেন নেটাগরিকরা।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।