Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৬:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত


১২ জুলাই ২০২০ রবিবার, ০১:১১  এএম

বহুমাত্রিক ডেস্ক


অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের অসুস্থতার কথা নিজেই টুইটারে জানিয়েছেন এ অভিনেতা। খবর এনডিটিভির

টুইটারে অমিতাভ জানিয়েছেন, তার নমুনা পরীক্ষার রিপোর্ট শনিবার পজেটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও কর্মচারীদের নমুনাও পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট এখনো আসেনি। অমিতাভ বচ্চন মুম্বাইয়ে বসবাস করেন। ভারতের এ শহরটি করোনার অন্যতম হটস্পট। মুম্বাইয়ে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।