Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩২, সোমবার ২২ ডিসেম্বর ২০২৫

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৫৯, ১১ অক্টোবর ২০২১

প্রিন্ট:

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হক আর নেই। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে জামাই লিটু আনাম। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আকস্মিকভাবে সোমবার দুপুরে মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎই মৃত্যুবরণ করেন তিনি। ড. ইনামুল হকের জামাতা অভিনেতা লিটু আনাম বলেন, কোনো ধরনের অসুস্থতা ছিল না তার। তিনি বাসায় চেয়ারে বসা অবস্থাতেই মারা গেছেন। তার দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

 

Walton
Walton