Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মওদুদের বাড়ি নিয়ে রিটের শুনানি অবকাশ পর্যন্ত মুলতবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৬, ৮ জুন ২০১৭

আপডেট: ২৩:২৩, ৮ জুন ২০১৭

প্রিন্ট:

মওদুদের বাড়ি নিয়ে রিটের শুনানি অবকাশ পর্যন্ত মুলতবি

ছবি: বিডি ফটো

ঢাকা : গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন।

বৃহস্পতিবার আংশিক শুনানির পর অবকাশকালীন ছুটি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মওদুদ আহমদের আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী বলেন, আইনগত কর্তৃত্ব ছাড়াই জোরপূর্বক রিট আবেদনকারীকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেন, নোটিশ ছাড়াই তো আপনি উচ্ছেদ হয়ে গেছেন। অবকাশের পর আসেন আমরা শুনব।

মোহাম্মদ আলী বলেন, একদিনেই বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে, এখন দেখা যাবে আরেকদিন ওই বাড়ি ভেঙ্গে ফেলবে। তিনি বলেন, আপিল বিভাগ এই বাড়ির মামলায় রায় দিয়েছে। সেখানে আদালত বলেছেন কিছু পর্যবেক্ষণ দেবেন। কিন্তু এখনো ওই রায় প্রকাশ পায়নি। রায় না দেখে এবং কোনরূপ নোটিশ ছাড়াই যদি কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করে সেটা তো বেআইনি। দেশের একজন সাধারণ নাগরিককেও তো এভাবে উচ্ছেদ করা যায় না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer