Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা থেকে সরে এল চুয়েট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ২৬ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা থেকে সরে এল চুয়েট

ফাইল ছবি

অনির্দিষ্টকালের বন্ধের যে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি (চুয়েট), তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। আগামী ৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চুয়েট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন।

 শনিবার বিকেলে অনুষ্ঠিত চুয়েট সিন্ডিকেটের জরুরি এক বৈঠক এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই ছাত্র নিহত হন। এর জেরে ওইদিন থেকে শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন।

পরের দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চুয়েট। বিকেল ৫টার মধ্যে ছাত্র ও শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় বাসে আগুন দেন শিক্ষার্থীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer