Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১, রোববার ১৯ মে ২০২৪

হজ ভিসা নিয়ে ৩ শহরের বাইরে যেতে মানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৭ মে ২০২৪

প্রিন্ট:

হজ ভিসা নিয়ে ৩ শহরের বাইরে যেতে মানা

ফাইল ছবি

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। এছাড়াও এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। খবর: গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে এই ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না। এই ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্যও বৈধ হবে না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer