Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৭ ১৪৩২, সোমবার ২১ এপ্রিল ২০২৫

প্রার্থিতা ফিরে পেলেন জামিল হোসেন দুর্জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৯ মে ২০২৪

প্রিন্ট:

প্রার্থিতা ফিরে পেলেন জামিল হোসেন দুর্জয়

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই জামিল হোসেন দুর্জয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ঘোড়া প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দফায় দফায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুর্জয়ের প্রার্থিতা বাতিলের কথা নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

পরে প্রার্থিতা ফিরে পেতে বৃহস্পতিবার উচ্চ আদালতে আপিল পিটিশন দায়ের করেন জামিল হাসান দুর্জয়। শুনানি শেষে রোববার এ রায় ঘোষণা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer