Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩২, শনিবার ১০ মে ২০২৫

ভারতশাসিত কাশ্মীরে ব্যাপক বিস্ফোরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ১০ মে ২০২৫

প্রিন্ট:

ভারতশাসিত কাশ্মীরে ব্যাপক বিস্ফোরণ

ফাইল ছবি

ভারতের অপরাশেন সিন্দুর এর প্রতিশোধ হিসেবে দেশটিতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদ এই অপরেশনের নাম দিয়েছে ‘বুনিয়ান মারসুস’। পাকিস্তানের হামলার পরই ভারতশাসিত জম্মু-কাশ্মীরের উধমপুরের ডিব্বার এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শনিবার (১০ মে) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ

সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়া উড়ছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে জম্মু-কাশ্মীরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে। তবে পাকিস্তান বিমানবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সামরিকবাহিনীর মুখপাত্র

পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে এরকমই একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer