Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, শুক্রবার ০১ আগস্ট ২০২৫

শ্রীপুরে কাশেমপুর বাজারে জমে উঠেছে কোরবানি পশুর হাট 

বিপ্লব শেখ

প্রকাশিত: ২২:০৬, ১ জুন ২০২৫

প্রিন্ট:

শ্রীপুরে কাশেমপুর বাজারে জমে উঠেছে কোরবানি পশুর হাট 

ছবি: বহুমাত্রিক.কম

কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ঐতিহ্যবাহী কাশেমপুর বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে হাটে ভিড় করছেন বিক্রেতারা। 

এবারের ঈদুল আজহা ঘিরে এটি কাশেমপুর বাজারের প্রথম কোরবানির হাট। হাটের প্রথম দিনেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে বাজার। কেউ পশু দেখছেন, কেউ দরদাম করছেন পছন্দের কোরবানির পশু কেনার জন্য। তবে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা।

রবিবার (১ জুন ) দুপুর দেড়টা থেকেই ছোট-বড় নানা আকারের গরু, মহিষ ও ছাগল নিয়ে বিক্রেতারা আসতে শুরু করেন কাশেমপুর বাজার পশুর হাটে। কাশেমপুর বাজারে একটি আম বাগানের ভিতরে জমে উঠেছে এবারের পশুর হাট। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার এই হাট বসে। বেচা কেনা চলে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। হাটের শুরুতে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুর গড়াতেই বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ঐতিহ্যবাহী এই বাজারটি একসময় ছিল খুব জমজমাট। কিন্তু বর্তমানে সেই প্রাণচাঞ্চল্য আর নেই ,ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাজারটির ঐতিহ্য। তবে ঈদকে ঘিরে বসা কোরবানির পশুর হাটে কিছুটা জমে উঠেছে এই বাজার। উৎসবমুখ পরিবেশে বাজারে শুরু হয়েছে পশু বেচাকেনা। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতারা দল ধরে আসছে পশু ক্রয় করতে। তবে হাটে আজ বেচাকেনা তুলনামূলক কম বলে জানা যায়।

গরুর দামদর সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা রাসেল বলেন, ‍‍প্রতি বছরের মতো এবারও দাম স্বাভাবিক রয়েছে। লোকজন আসছে, গরু দেখছে, দরদাম করছে দামে বনলেই বিক্রি করে দিব।

আব্দুল নামের এক ক্রেতা বলেন, অনেক গরু দেখেছি, কিন্তু দরদামে একটার সঙ্গেও মিল হচ্ছে না। গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি বলে মনে হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables