
ফাইল ছবি
ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে তিনি এ তথ্য জানান।
বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি।
চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হলো।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে লিখেছেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা’ ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন জানান ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।
ভারত জানিয়েছে, শনিবার বিকেল থেকে স্থল, সমুদ্র এবং আকাশ পথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়।