Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১, রোববার ১৯ মে ২০২৪

কৃষকদের থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু সরকারের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৭ মে ২০২৪

প্রিন্ট:

কৃষকদের থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু সরকারের

ফাইল ছবি

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী জানান, এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা ও গম ৩৪ টাকা। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, পরিকল্পনা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান আর ৫০ হাজার টন গম কিনবে সরকার। এতে খরচ হবে সাড়ে ৭ হাজার কোটি টাকা। 

খাদ্যমন্ত্রী বলেন, আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

এর আগে, গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান-চাল সংগ্রহে দাম নির্ধারণ করে দেওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer