Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

শিক্ষামন্ত্রীর বক্তব্য ভুলবশত পোস্ট হয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ৫ মে ২০২৪

প্রিন্ট:

শিক্ষামন্ত্রীর বক্তব্য ভুলবশত পোস্ট হয়েছে

ফাইল ছবি

স্কুলের কর্মদিবস কমে গেলে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে—শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর এমন বক্তব্য ভুলবশত ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার বিকেল ৩টা ৫৩ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ‘শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আগে আজ শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি বলেন, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer