Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বর্ষায় পায়ের যত্নে রান্নাঘরের এই দুই উপকরণই যথেষ্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ৯ জুন ২০১৭

আপডেট: ১৩:৩৭, ৯ জুন ২০১৭

প্রিন্ট:

বর্ষায় পায়ের যত্নে রান্নাঘরের এই দুই উপকরণই যথেষ্ট

ঢাকা : গরম কালে রোদে পুড়ে পায়ের পাতা কালো হয়ে গিয়ে দেখতে খুবই খারাপ লাগে। আবার গরমের কারণে সব সময় পা ঢাকা জুতা পরে বেরনোও সম্ভব নয়।

বর্ষা আসছে। পা চুলকানি, ফাটা, নোংরা থেকে থেকে ফাংগাল ইনফেকশনের সমস্যাতেও ভোগেন অনেকে। বার বার পার্লারে গিয়ে পেডিকিওর না করে রান্নাঘরে থাকা এই উপকরণ দিয়েই নিয়মিত যত্ন নিতে পারেন পায়ের।

ট্যান দূর করতে বেকিং সোডা ও দুধ
বেকিং সোডা: ৩ টেবল চামচ
দুধ: ৪ কাপ

দুধ গরম করে বেকিং সোডা মেশান। ভাল করে মিশিয়ে নিয়ে ছোট গামলায় ঢালুন। পা ডুবিয়ে বসে থাকুন ১০ মিনিট। ঠান্ডা জলে পা ধুয়ে ফেলুন।এই মিশ্রণ ট্যান দূর করে পায়ের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনবে।

যদি পা ফাটা থাকে তা হলে আপনার কাজে আসবে লেবু, লবন, গ্লিসারিন ও গোলাপ জলের ফুট মাস্ক

লবন: ১ টেবল চামচ
লেবুর রস: ১/২ কাপ
গ্লিসারিন: ২ টেবল চামচ
গোলাপ পানি: ২ চা চামচ
গরম পানি
পিউমিক স্টোন বা ফুট স্ক্রাবার

গরম পানির বেসিনে কাঁচা লবন, ৮-১০ ফোঁটা লেবুর রস, ১ টেবল চামচ গ্লিসারিন ও ১ চা চামচ গোলাপ জল মেশান। এই মিশ্রণে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পিউমিক স্টোন বা ফুট স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে পরিষ্কার করে ফেলুন।

আনন্দবাজার পত্রিকা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer