Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০, শনিবার ১০ জুন ২০২৩

রিয়েলিটি শোতে ঘনিষ্ঠতা, হারাতে হল সেরা সুন্দরীর মুকুট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রিয়েলিটি শোতে ঘনিষ্ঠতা, হারাতে হল সেরা সুন্দরীর মুকুট

ঢাকা: রিয়েলিটি শোতে অংশ নিয়ে অন্য প্রতিযোগির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় মিস গ্রেট ব্রিটেনের খেতাব হারালেন ইউকে সুন্দরী জারা হল্যান্ড।

সেই টিভি রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ড’য়ে আরেক প্রতিযোগী অ্যালেক্স বোয়েনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাতেই তাকে সেরা সুন্দরীর মুকুট হারাতে হল।

গত বছর সেপ্টেম্বরে এই খেতাব পেয়েছিলেন জারা। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ফার্স্ট রানার আপ ডেয়োন রবার্টসন এখন সেই খেতাবের অধিকারিণী। পরের প্রতিযোগীতা না হওয়া পর্যন্ত রবার্টসনই থাকবেন মিস গ্রেট ব্রিটেন। কারণ তারা জারাকে আর রোল মডেল হিসেবে প্রোমোট করতে পারবে না।

সেই রিয়েলিটি শোতে জারা একটি দৃশ্য শেয়ার করেছিলেন। সেখানে তাকে বাথরুমে অ্যালেক্সের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। বুধবার রাতে সেই দৃশ্যটি টেলিকাস্ট হয় টেলিভিশনে। তারপরই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। তারা জানিয়েছে, ঘটনাটির পরসুন্দরী প্রতিযোগিতার সদস্য ও জনগণের থেকে তারা যা প্রতিক্রিয়া পেয়েছে, তা একেবারেই আশাপ্রদ নয়। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

ওদিকে জারা অবশ্য গোটা ঘটনায় অনুতপ্ত। সে কথা তিনি প্রকাশও করেছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer