Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৬, সোমবার ২১ অক্টোবর ২০১৯, ৪:২৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা


১৯ মে ২০১৬ বৃহস্পতিবার, ০৮:৪২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

ঢাকা: রমজান মাসের জন্য ব্যাংকে লেনদেন ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দুটি পৃথক সার্কুলারে এ সময়সূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এরমধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

অর্থনীতি -এর সর্বশেষ