Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩২, বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ২২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

দেশে স্বর্ণের দামে বড় পতন

ফাইল ছবি

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা দাম কমেছে। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হবে। নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১টাকা, ১৮ ক্যারেট এর ভরি এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ২০৯ টাকায়। স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ধরা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables