Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান ফারুক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৯ জুন ২০২১

প্রিন্ট:

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান ফারুক

অবসরপ্রাপ্ত আইনজীবী মো. ফারুককে (এম. ফারুক) শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে শ্রম আইনের ২০০৬ এর ধারা-২১৮ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা দিয়ে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিচারপতি মো. ফারুক যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ ফেব্রুয়ারি মারা গেলে পদটি খালি হয়।এরপর থেকে এই ট্রাইব্যুনালের সদস্য মোসাম্মাৎ জাকিয়া পারভীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer