Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিষমুক্ত নিরাপদ সবজি চাষ: ১০০ একর জমিতে চলছে মডেল প্রকল্প

মেহেদি জামান লিজন, ত্রিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৩, ২৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বিষমুক্ত নিরাপদ সবজি চাষ: ১০০ একর জমিতে চলছে মডেল প্রকল্প

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহ: পরিবেশ বান্ধব কৌশল প্রয়োগের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন কল্পে ময়মনসিংহের ত্রিশালে ১০০ একর জায়গা জোড়ে চলছে মডেল প্রকল্পের বাস্তবায়ন। দেশে এই প্রথম ময়মনসিংহ বিভাগের ত্রিশালে আইপিএম প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয়ের মডেল প্রকল্প হিসাবে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ শুরু করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিবেশবান্ধব কৌশল প্রয়োগে নিরাপদ ফসল উৎপাদন(আইপিএম) প্রকল্পের আওতায় উপজেলার রামপুর ইউনিয়নে এই বিষ মুক্ত নিরাপদ সবজি চাষ শুরু করা হয়েছে।

সরেজমিন ঘুরে জানা যায়, আইপিএম পদ্ধতিতে পেরুমন ফাঁদ, হলুদ ফাঁদ, নেট হাউজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে ফুল কপি, বাধা কপি, টমেটো, বেগুন, সিম, কুমড়া, লাউ, জিঙ্গা, চিচিঙ্গা সহ নানা সবজি বিষ মুক্ত নিরাপদ উপায়ে চাষাবাদ করছে স্থানীয় কৃষকগণ।

রামপুর গফাকুঁড়ি এলাকার কর্মরত কৃষক আজিজুল হক বলেন, `আমরা এই প্রথম বিষ মুক্ত নিরাপদ সবজি চাষ করছি। বর্তমান সরকার বিষমুক্ত নিরাপদ সবজি চাষের জন্য সকল প্রকার কৃষি উপকরণ আমাদের বিনামূল্যে সরবরাহ করছে`।

উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, `আইপিএম পদ্ধতিতে এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের মধ্যে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে ১০ টি ইউনিয়ন নির্বাচন করা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের মধ্যে এই প্রথম ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নকে বাছায় করা হয়েছে। কীটনাশকের পরিবর্তে সমন্বীত বালাই নাশক পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন করে ২০টি গ্রুপ করে প্রতি গ্রুপে ৫ একর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। রামপুর ইউনিয়নকে আইপিএম পদ্ধতিতে সবজি চাষে বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলা হবে`।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer