Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী নৌ চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ৫ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে রোববার ও সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, সংকেত অনুযায়ী দুর্ঘটনা এড়াতে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলো টেকনাফে ফিরে আসায় প্রবালদ্বীপ সেন্টমার্টিন গিয়ে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

তবে রোববার আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার জাহাজ চলাচল করবে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে দ্রুত নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এর মধ্যেই ভারত ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী দুদিন এ বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer