Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডিএনএ দিবসে আইবিজিই’র বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

আন্তর্জাতিক ডিএনএ দিবসে আইবিজিই’র বর্ণাঢ্য আয়োজন

ছবি- সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ডিএনএ দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল ইনস্টিটিউট (আইবিজিই)। বৃহস্পতিবার প্রথমবারের মতো এই দিবস উদযাপনে বর্নাঢ্য শোভাযাত্রা, ডিএনএ বিষয়ক নাটিকা ও কর্মশালা আয়োজন করে ইনস্টিটিউট।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহাম্মেদ বিশেষ অতিথি ছিলেন।

‘ডিএনএ গবেষণা: সাফল্যের পূর্বাপর’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। কর্মশালার সভাপতি এবং আইবিজিই এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম ‘‘আন্তর্জাতিক পরিমন্ডল ও বিএসএমআরএইউ’ কর্তৃক ডিএনএ গবেষণার ঐতিহাসিক অগ্রগতি’’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

আইবিজিই এর অধ্যাপক ড. মো: আশরাফুল হক এবং ড. মো: মাহাবুবুর রহমান কর্মশালার বিষয়বস্তুর উপর বক্তব্য প্রদান করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer