Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আদালত অবমাননার দায়ে সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদালত অবমাননার দায়ে সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে রুল

ঢাকা : আদালত অবমাননার দায়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ কমিশনারসহ কমিশন সচিবের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিমকোর্ট আদালতের আদেশ অমান্য করে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন পুনর্বহাল না করা এবং প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করায় আদালত অবমাননার দায়ে এ রুল জারি করা হয়।

পাশাপাশি চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৬ ডিসেম্বর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি, সেক্রেটারি এবং প্রার্থীদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ সিইসিসহ সব কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠান।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer