Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ, শিগগিরই নতুন মুখ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ৩ জুলাই ২০২০

প্রিন্ট:

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ, শিগগিরই নতুন মুখ

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে শুক্রবার পদত্যাগপত্র জমা দেয়া শেষে শিগগিরই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি।স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, দেশটিকে নতুন করে বির্নিমাণে ‘নতুন পথ’ সন্ধান করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ফরাসি অর্থনীতি পুনরায় পুর্নজীবিত করতে ম্যাখোঁ তার মেয়াদের শেষের দুই বছরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।গত তিন বছরে ধরে ফিলিপের ‘অসামান্য কাজের’ প্রশংসাও করেন ইমানুয়েল ম্যাখোঁ।

তিনি বলেন, এ ধকল কাটিয়ে ওঠে দেশকে এগিয়ে নিয়ে জাওয়ার জন্য পথ খুঁজতে হবে।দেশটির স্থানীয় নির্বাচনে জন্য সবুজ সংকেত পাওয়ার কয়েকদিন পরে এ রদবদলের চিন্তা করা হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables