Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩২, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

ফাইল ছবি

কার্তিকের শেষে মাঠ থেকে কৃষকের ঘরে পৌঁছেছে নবান্নের ধান। নতুন ধানের পিঠা-পুলির গন্ধে যখন গ্রামগুলো মাতোয়ারা, তখন প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। আর সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত আসছে।

আবহাওয়া দফতরের তথ্যমতে উত্তরের জেলাগুলোতে বেশ শীত বেশ গুছিয়ে নেমে এসেছে। শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামতো। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে।
 
তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।

টিমটির পক্ষ থেকে দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারাদেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেয়ার মতো তাপমাত্রা কমবে না।
 
এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল মিষ্টি ঠাণ্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে। 
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables